ফেড ক্যাবের ইফতার মাহফিল ও চুক্তি স্বাক্ষর

193

উচ্চশিক্ষার্থে বিদেশ যেতে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন এডমিশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ফেড ক্যাব) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুন) হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে একটি চুক্তিও সই হয়েছে সংগঠনটির।
ফেড ক্যাব চট্টগ্রামের সভাপতি লায়ন মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী।
প্রধান অতিথি বলেন, চট্টগ্রামে ফেড ক্যাব ও প্রিমিয়ার ব্যাংক ছাত্রদের উচ্চশিক্ষার জন্য যে চুক্তি সই হয়েছে, তা হবে মাইল ফলক। বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সকল ধরণের সুবিধা প্রিমিয়ার ব্যাংক দিতে চেষ্টা করবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন ফেড ক্যাব বাংলাদেশের নির্বাহী কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিল্টন, প্রিমিয়ার ব্যাংক হেড অব মার্কেটিং শামীম রহমান মোর্শেদ, ফ্যাক্ট ক্যাব চট্টগ্রামের সহ-সভাপতি লায়ন আব্দুল আলীম, কাজী আব্দুর রহমান, ইকবাল জামিল।
সভায় স্বাগত ব্যক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম নূরুল বশর ভূঁইয়া সুজন।
লায়ন মো. মুজিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের ভাল সেবা দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে ফেড ক্যাব। সকল ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে উচ্চশিক্ষার ফাইল প্রসেসিং করতে ফ্যাক্ট ক্যাব সদস্যদের অনুরোধ জানান।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাংবাদিক মাসুম আহমেদ, সাংবাদিক হামিদ উল্যাহ, সাংবাদিক তুষার হায়াত, সাংবাদিক জামশেদ রেহমান চৌধুরী, সাংবাদিক জীবক বড়ুয়া, সাংবাদিক হান্নান হায়দার, সাংবাদিক জামাল জাহেদ, ফেড ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সুমন, জাহেদুর রহমান রুবেল, শাহীন টিটু, শাহ আলম টিপু, এডুশাইনের ফাউন্ডার ও সিইও রাজীব আহমেদ রাজু, নাফিসা ইসলাম, লরেল এডুকেশনের চেয়ারম্যান লেখিকা মাহবুবা সুলতানা শিউলি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.