প্রতিষ্ঠাবার্ষিকী-পুনর্মিলনীতে নোয়াখালী জেলা ছাত্রলীগ

50

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগ। জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মী মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করে।

শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী জেলা ছাত্রলীগের ব্যানারে শত-শত ছাত্রলীগের নেতাকর্মী ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বেলা বারোটার সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়েল চত্বর এলাকায় জড়ো হয়ে সমাবেশস্থলের দিকে যাত্রা করে। এ সময় নোয়াখালী জেলা ছাত্রলীগের মিছিল ও তালি ধ্বনিতে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জিহান আল রশিদ রাফি, নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসানাত আদনান সহ প্রমুখ।

এসময় নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা ছাত্রলীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ ছাত্রলীগ নেতাকর্মী জানান দিচ্ছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। দেশের যেকোনো ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি জানান।

নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সুশৃংখল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে চলবে। সকল অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, কোন অপশক্তি তা রুখতে পারবে না।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.