প্রতিদ্বন্দ্বী নাই, ভোট দেব কাকে?

66

সকাল ৭টা ২০ মিনিট। লক্ষ্মীপুর-২ আসনের একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন তছলিম নামের ব্যক্তি।

ভোট দিবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। কাকে ভোট দেব? নির্বাচন কেন্দ্রিক নানা উৎসব থাকে, এখন কোনো উৎসব নেই।  

 

তছলিম জানালেন, এ আসনে ১৩ জন প্রার্থী থাকলেও মূলত এক-দুইজন প্রার্থীর প্রচারণা ছিল। বাকিদের চেনেনও না তিনি।

ভোটকেন্দ্রটি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জেলার রায়পুর উপজেলা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত।

ভোটকেন্দ্রের পাশের বাসিন্দা নুর হোসন বলেন, এ আসনে যে ১৩ জন প্রার্থী- সেটা আমি জানিও না। মাত্র দুইজন প্রার্থীকে চিনি। এদের মধ্যে একজন প্রার্থীর প্রভাব রয়েছে। তার প্রভাবে এখানে আরেকজন প্রার্থী এজেন্টও দিতে পারেনি।

স্থানীয় আরেকজন বাসিন্দা বলেন, গতরাত পর্যন্ত ভোটকেন্দ্রের আশপাশে নৌকা এবং ঈগলের প্রার্থীর পোস্টার দেখেছি। সকালে এসে এসে দেখি শুধু একজন প্রার্থীর পোস্টার আছে। বাকি আরেকজন প্রার্থীর পোস্টার উধাও হয়ে গেছে।

সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানালেন কেন্দ্রে কোনো প্রার্থীর এজেন্ট আসেনি। তবে ৭টা ৪৫ মিনিটের দিকে নৌকা প্রতীকের কয়েকজন এজেন্ট কেন্দ্রে আসেন। অন্য ১২ জন প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে আসতে দেখা যায়নি।

লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৪২৬। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৮৯, নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ৫৩৫, তৃতীয় লিঙ্গের ২ জন। ভোট কেন্দ্র ১৪৬। মোট প্রার্থী ১৩ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমির হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), স্বতন্ত্র চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ), স্বতন্ত্র সেলিনা ইসলাম (ঈগল), স্বতন্ত্র এফএম জসিম উদ্দিন (ট্রাক)।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.