পারিশ্রমিক জটিলতায় বাংলাদেশে আসছেন না টবি রেডফোর্ড

39

১৫ মে শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) এবারের অনুশীলন ক্যাম্প। শুরুর ধাপে কক্সবাজারে আগামী ১ জুন পর্যন্ত ফিটনেস অনুশীলন করবেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। প্রায় ১৫ দিন ক্যাম্প চললেও এখনো যোগ দেননি এইচপি ইউনিটের হেড কোচ টবি রেডফোর্ড। এখনো নিজ দেশ ইংল্যান্ড থেকেই যে আসেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেল, টবির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, পারিশ্রমিক জটিলতায় ক্যাম্পে যোগ দেননি টবি। আগামীতে তাকে পাওয়া যাবে কিনা এনিয়েও সংশয় আছে। টবি না আসায় এইচপির হেড কোচ হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকবে চম্পকা রামানায়েকের কাঁধে।

 

 

সেই সূত্র বলেন ‘টবি আসার কথা থাকলেও সে এখনো আসেনি। আসবে কিনা এটিও আমরা নিশ্চিত নই। মূলত পারিশ্রমিক ইস্যুতে সে বাংলাদেশে আসতে চাইছে না। বোর্ড তার চুক্তির পুরো টাকাটাই দিবে, কিন্ত সে চাইছে সেটি আগে নিতে এবং পুরো টাকাটা ডলারে নিতে, অর্থাৎ বাইরে তার যে অ্যাকাউন্ট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ৮০ শতাংশ ডলারে আর ২০ শতাংশ টাকায় নিতে হবে। সে এটা মানতে চাচ্ছে না। তবে না মানলেও এছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সঙ্গে যোগ করে সেই সূত্র, ‘তারপরেও আমরা বলেছি, এখানে আসো এরপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সে পুরো পেমেন্ট না নিয়ে আসবে না। কিন্তু আমরাও তো নিয়মের বাইরে যেতে পারি না। বোর্ডের বিদেশি কোচদের বাকি সবাই যেভাবে পেমেন্ট নিচ্ছে, তাকেও তো সেভাবেই নিতে হবে। এরপর আসা বা না আসার সিদ্ধান্ত তার।’

এবারের এইচপি ক্যাম্পে ৮ ব্যাটসম্যান, ১৪ পেসার, ৪ স্পিনার আর বিশেষায়িত একজন উইকেটরক্ষকে সুযোগ দেওয়া হয়েছে। ক্যাম্প হবে চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেটের ভেন্যুতে। যেখানে আধিক্য দেওয়া হয়েছে পেসারদের। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে।

১৫ মে থেকে শুরু হয়েছে কক্সবাজারের অনুশীলন পর্ব, চলবে ১ জুন অবধি। সেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর ক্যাম্প হবে সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে স্কিল অনুশীলন। সেখান থেকে চট্টগ্রাম। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর সেখানে হবে স্কিল ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.