পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

27

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। স্থানীয় সময় সোমবার (২৫ এপ্রিল) একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির রাষ্ট্রদূত বলেন, রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে আমরা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখব। আমরা যে যে দেশে অবস্থান করছি, সেখানকার আইনের প্রতি সম্মান জানাব।

 

 

 

তিনি বাংলাদেশ কমিউনিটিতে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী। সঞ্চালনা করেন সহ-সভাপতি এফ আই রনি ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি, আলমগীর হোসেন ও সহকারী কন্সুলার কর্মকর্তা মোহাম্মদ নুরুদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রনি মোহাম্মদ। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ।

 

 

 

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গঠনমূলক কাজে এগিয়ে এসে এখানে অবস্থানরত প্রবাসীদের সহায়তাসহ বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাহফিলে আসায় অতিথিদের ধন্যবাদ জানান। পরে মার্তিম মুনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- লিসবনের স্থানীয় কাউন্সিল আরোইশের এক্সিকিউটিভ কমিটির মেম্বার লুইস ফ্রানসিসকো সজা, কাউন্সিলের কর্মকর্তা মারিয়া, আইএসসিটিই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সিসিলিয়া ও নরমেন্দো, স্থানীয় সংগঠন কুজিনা পপুলারের প্রতিনিধি তেরেসা, গবেষক সুজানা, লোকাল ডেভেলপমেন্ট সংস্থা বিটিইউআইএনের প্রতিনিধি রুই।

এছাড়াও লিসবনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, ব্যবসায়ী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.