নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি প্রশাসনের অভিযান

52

নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করে মাসে ২ কোটি ৪০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলের দিকে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ চাঁদা আদায়কারীকে গ্রেফতার করছে। তাদের বিরুদ্ধে নোয়াখালীর সদর থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কামরুজ্জামান শিকদার জানান, পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ ও সদরের বিভিন্ন স্থান থেকে সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা নগদ টাকা, অবৈধ চাঁদার রশিদ (যাতে কোন সীল বা স্বাক্ষর নেই) জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া আবদুর রহিম জানান, নেতাদের নির্দেশে সোনাপুর স্ট্যান্ড, মাইজদি ইসলামিয়া সড়ক মোড়, সুধারাম থানার সামনে, মাইজদী বাজার, বেগমগঞ্জ চৌরাস্তায় প্রতি সিএনজি অটোরিকশা থেকে ১০ টাকা করে আদায় করছে এবং রাতেই নেতাদের কাছে রশিদ হিসাব করে টাকা বুঝিয়ে দিলে তারা ৩০০-৪০০ টাকা করে বেতন পান।
রহিম আরো জানান, এটা ছাড়াও রাস্তায় ৩ থেকে ৪ ভাবে চাঁদা আদায় করা হয়। পৌর টোল, শ্রমিক কল্যাণ তহবিল, মালিক কল্যাণ তহবিল, হাইওয়ে পুলিশের চাঁদা ও বীট চাঁদা।
অনুসন্ধানে দেখা গেছে, নোয়াখালীর সোনাপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে চৌমুহনীর করিমপুর সড়ক এবং পূর্ব বাজার পর্যন্ত ৫টি পয়েন্টে ১০ টাকা করে হিসেব করলে এ ১৬ হাজার সিএনজি থেকে প্রতিদিন ৮ লাখ টাকা চাঁদা উঠে। মাসে এ চাঁদার টাকার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ টাকা।
ডিবির হাতে গ্রেফতারকৃত নাম প্রকাশে অনিচ্ছুক এক চাঁদা আদায়কারী জানায়, সোনাপুর, চৌমুহনী, মাইজদী বাজার এবং সুধারাম থানার সামনে থেকে আদায়কৃত টাকা রাতে ওই স্পটের নেতাদের হাতে তুলে দেওয়া হয়। আদায়কারীদের নির্ধারিত বেতন ধরিয়ে দিয়ে নেতারা লাখ লাখ টাকা খায়।
তিনি আরো জানায়, এ চাঁদা তুলে নেতারা কোটিপতি হলেও তারা ডাল-ভাত খেয়ে বাঁচতে কষ্ট হয়। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন এসব চাঁদাবাজির খবরের সত্যতা স্বীকার করে বলেন, তিনি সব খোঁজ খবর নিয়েই ডিবিকে অভিযানে পাঠিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে। তবে পৌরসভার টার্মিনাল থাকলে টার্মিনালের ভিতর থেকে তারা পৌর টোল আদায় করতে পারবে কিন্তু সড়কে যানবাহন থেকে কোন চাঁদায় আদায় করতে দেয়া হবে না।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.