নোয়াখালীতে রাতের আঁধারে ২০০ কোয়েল পাখি হত্যা!

95

নোয়াখালীর বেগমগঞ্জে একটি কোয়েল পাখির খামারে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ২০০ এর বেশি পাখিকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, অসংখ্য ডিমও ভেঙে দিয়ে গেছে। এতে খামার মালিকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের আফানিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খামারটিতে প্রায় ৫০০ কোয়েল পাখি ছিল বলে জানিয়েছেন মালিক আবুল কাশেম সুমন।

শনিবার আবুল কাশেম সুমন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে খামারে কাজ শেষে বাড়িতে ঘুমাতে যাই। শুক্রবার সকাল ৯টায় খামারে এসে দেখি, খামারের বেড়া ভেঙে ঢুকে কে বা কারা ভেতরের মালামাল সব এলোমেলো করে রেখেছে। এরপর দেখি মেঝেতে দুইশত এর বেশি মৃত কোয়েল পাখি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাকি তিনশ পাখির মধ্যে ৮০-৯০টিকে অক্ষত পেয়েছি। আর অন্য পাখিগুলো হাওয়া হয়ে গেছে।

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ছয় মাস আগে ঋণ করে ৫০০ কোয়েল পাখির বাচ্চা কিনে এ খামারটি স্থাপন করেন সুমন। পাখিগুলো বড়ও হচ্ছিল। ডিমও দেয়া শুরু করেছিল এদের অধিকাংশই। আর এরই মধ্যে দুর্বত্তরা এমন কাণ্ড করল।

কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত সুমন।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত শুরু হচ্ছে।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.