নোয়াখালীতে জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

78

নোয়াখালীতে জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৯ আসামিকে গ্রেপ্তার কিংবা অপহৃতা উদ্ধার হয়নি। বেগমগঞ্জ মডেল থানায় ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বেগমগঞ্জের দক্ষিণ খাঁনপুর থেকে জেএসসি পরীক্ষার্থী ছাত্রী (১৬) কে অপহরণ করেছে একই এলাকার সন্ত্রাসী গ্রুপ। খাঁনপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের মকবুল আহমেদ জানান, তার মেয়ে ভিকটিম (১৬) নরোত্তম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সে পার্শ্ববর্তী গ্রামে তার খালার বাড়ি বেড়াতে যায়। গত শনিবার নিজ বাড়ি থেকে ফিরে আসার সময় বিকেল ৫টায় তার বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে একই গ্রামের শিপন (২৫) এর নেতৃত্বে ফরহাদ (২৪), আলী আহমদ (৪০), রুবেল (৩০), পিয়াস (২১) অস্ত্রের মুখে জোরপূর্বক ১টি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। তাদের সহযোগিতা করে আহমদ (৫৮), পারভীন (৩৫) ও শামছুন্নাহার বেগম (৩৩)।

ঘটনার পরপরই তারা স্থানীয় কাদিরপুর ইউনিয়নের জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানালে তিনি ভিকটিমকে উদ্ধার করে দেবেন আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। কিন্তু ৩ দিন পরও ভিকটিমকে উদ্ধার করতে টালবাহানা করায় ভিকটিমের পিতা মকবুল আহমদ বাদী হয়ে শিপন, ফরহাদ, আহমদ, আলী আহমদ, খলিলুর রহমান, রুবেল, পিয়াস, পারভীন, শামছুন্নাহার সহ ৯ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ আলম পাটওয়ারী মানবজমিনকে জানায়, ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.