নোয়াখালীর সব আসনেই নৌকার জয়জয়কার

বিএনপি সহ সমমনা দলগুলির ভোট বর্জনের আহবানের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

305

বিএনপি সহ সমমনা দলগুলির ভোট বর্জনের আহবানের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের সকল আসনেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হচ্ছেন, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আশিংক) আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী- ৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোহাম্মদ আলী।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম ইব্রাহিম ১ লাখ ৫৯ হাজার ২ শত ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিটিএফের ফুলের মালার প্রার্থী একেএম সেলিম ভূঁইয়ার প্রাপ্ত ভোট ২ হাজার ৮ শত ১৯টি। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.৮৯ ভাগ।

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী একাংশ) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম ৫৬ হাজার ১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন ৫২ হাজার ৮ শত ৬৩ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৩১.৬৩ ভাগ।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সকল কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মামুনুর রশীদ কিরন ৫৬ হাজার ৪ শত ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ পেয়েছেন ৫১ হাজার ৮ শত ৮৫ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ২৩.৭১ ভাগ।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭ শত ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ট্রাক প্রতীকের প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন পেয়েছেন ৪৭ হাজার ৫ শত ৭৩ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ২৬.৯৪ ভাগ।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ লাখ ৮১ হাজার ২ শত ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহম্মদ পেয়েছেন ৯ হাজার ৭ শত ২ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৬৯ ভাগ।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭ শত ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯ শত ৩৬ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৫.৫০ ভাগ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.