চোর দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

নোয়াখালীর চাটখিল থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

1,280

নোয়াখালীর চাটখিল থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীদের ১৫ই জানুয়ারি (সোমবার) আদালতে সোপার্দ করা হলে, আসামি মোঃ শাহাদাৎ হোসেন (জাবেদ) ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান,গত ১৪ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই চক্রের সদস্য মোঃ ফারুক হোসেন (২৬), পিতা-মাসুদ আলম,সাং পূর্ব পরকোট (হাঁশারী বাড়ী), মোঃ শাহাদাৎ হোসেন ওরফে জাবেদ (২১), পিতা-মৃত শাহজাহান,সাং পূর্ব পরকোট (জিন্নত আলী বেপারী বাড়ী),মোঃ রকি (২২), পিতা-মোঃ হোসেন, সাং- পূর্ব পরকোট (জিন্নত আলী ব্যাপারী বাড়ী), মোঃ সাইফুল ইসলাম পলাশ (২৬), পিতা-মোঃ শফিক উল্লাহ, সাং পূর্ব পরকোট হিজ্বের বাড়ীদের গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, গত ৪ জানুয়ারি পূর্ব পরকোর্ট জিন্নাত আলী বেপারী বাড়ীর আঃ রহিমের বসত ঘরে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় আব্দুর রহিম লিখিত অভিযোগ দায়ের করলে, চাটখিল থানার মামলা নং- ৬, তাং- ১৪/০১/২৪ ইং, ধারা- ৪৫৭/৩৮০ দঃবি রুজু করা হয়। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলে,চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত কয়েকদিন যাবত চাটখিল থানার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিশেষ অভিযানে নামে থানা পুলিশ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.