চারদিন ভ্যান চালিয়ে সম্মেলনে আওয়ামী লীগ ‘পাগল’ সিদ্দিক মিয়া

49

নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। এতটা পথ নৌকা আকৃতির ভ্যানের প্যাডেল মেরেই এসেছেন ষাটোর্ধ্ব সিদ্দিক মিয়া। জানালেন, আওয়ামী লীগকে ভালোবেসেই এত কষ্ট করে দলটির সম্মেলনে এসেছেন তিনি।
দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর আড়াইটায় সম্মেলনের গেটে টিএসসি এলাকায় দেখা গেল সিদ্দিক মিয়া ও তার দুই ছেলেকে।

দুই ছেলে আসিক আর সাকিব রিকশা আকৃতির ভ্যানের ভেতর বসে রয়েছে। আর বাইরে দাঁড়িয়ে আছেন সিদ্দিক মিয়া। দুই ছেলের হাতে ছিল দুটি বৈঠা।

জানতে চাইলে তিনি বলেন, ২০১৩ সালে নিজের কষ্টের ৩১ হাজার টাকা দিয়ে এই ভ্যান তৈরি করেছি। আমি গত সম্মেলনেও এখানে এসেছি। এবারও প্রায় চারদিন ভ্যান চালিয়ে গত ১৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছায়। বিজয় দিবস ঢাকাতেই পালন করেছি।

সিদ্দিক মিয়া বলেন, আসার সময় সাড়ে ৩ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সঙ্গে এনেছি চিড়া-মুড়ি।

তিনি জানান, তার বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাঠি গ্রামে। পেশায় কৃষক। তার ৬ ছেলে আর এক মেয়ে রয়েছে।

সিদ্দিক মিয়া বলেন, আমি বঙ্গবন্ধুর সঙ্গে হাত মিলিয়েছি। কিন্তু সেই স্মৃতির কোনো ছবি নেই। মনে বড় আশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মেলানোর। আর সেটা স্মৃতি হিসেবে ছবি বাঁধিয়ে রাখব। দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলেন, জানি না মৃত্যুর আগে সে আশা পূরণ হবে কি না?

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.