চাটখিল ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে

382

জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান বাবার। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান, সাংবাদিক আবু তৈয়ব এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন।

প্রধান অতিথি বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন, আজ ১৫ আগষ্ট জাতির এক কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের আজকের এই দিনে কিছু নরঘাতক বাঙালি জাতির শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করে। তারা শুধু একজন বঙ্গবন্ধু ও তার পরিবাবের লোকদের হত্যা করেনি, তারা পুরা বাঙালি জাতিকে হত্যা করেছে। ইতিমধ্যে তার হত্যাকারী কিছু সদস্যের ফাঁসির রায় কার্যকর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার এবং কোটি বাঙালির একটাই চাওয়া-আর যারা এখনো বাকি আছে তাদের অতিশীঘ্রই ফাঁসির রায় কার্যকর করবেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.