চাটখিলে সম্পত্তির বিরোধে মুক্তিযোদ্ধাকে মারধর

36

নোয়াখালী চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের (৭০)-এর ওপর জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একাধিক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবু তাহের বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল থানাধীন ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন বানসা গ্রামে বাদীর বাড়ির উঠনে ১৫ জুন বুধবার আনুমানিক সকাল ৯ টা ও সন্ধ্যা ৭ টায় ঘটনাটি ঘটে,অভিযোগে বর্নিত বিবাদীদ্বয় একই বাড়ির ০১ আব্দুল মজিব (৪৭) পিতা মৃত আব্দুল মালেক,০২ আব্দুল সাত্তার (২৬) পিতা মৃতঃ আনোয়ার উল্লা,০৩ শিরিন আক্তার (৪৫) স্বামী শহিদ উল্লা,০৪ মনি আক্তার (৪০) স্বামী আব্দুল মজিব,০৫ সাথী আক্তার (২৫) পিতা আব্দুল মজিব, ০৬ মোঃ মুন্না (২২) পিতা বাদশা মিয়া সর্ব সাং বানসা পশ্চিম পাড়া বৃত্তির বাড়ি ০২ নং ওয়ার্ড ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন,চাটখিল নোয়াখালী,

বাদী বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (৭০), পিতা মৃত আব্দুল হক।-বাদী বিবাদী একই বাড়ির লোক হয়। বাদীর ওয়ারিশী পৈত্রিক সম্পত্তি নিয়া বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে, বিরোধের জের ধরে বিবাদীগন প্রায় বাদী ও তার পরিবারের ক্ষতিসাধন করে আসছে, বাদী বিবাদীগনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন,এ বিষয়ে বেশ কয়েকবার গ্রামের গণ্যমান বিশেষ ব্যক্তিদের নিয়ে শালিসের মাধ্যমে মিমাংসার জন্য আমাদেরকে ০৬/০৬/২০২২ ইং তারিখে সম্পত্তির দলিল খতিয়ান সহ সকল কাগজ পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু বিবাদীগন জমা দিতে ব্যর্থ হয় হয়ে ২৫/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত সময় নেয়।

এরই মধ্যে ০১নং বিবাদী আব্দুল মজিদ ঘটনার দিন আনুমানিক সকাল ৯ টায় বাদীর উপর আক্রমণ করে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক আহত করে এরই ধারাবাহিকতায় একই দিনে পূনরায় সন্ধ্যা ৭ টায় ০১ নং বিবাদী আব্দুল মজিদ এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারিয়া বাম বাদীর চোখের নিছে ও কোমরে সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে।এ সময় উপরোক্ত সকল বিবাদীগন নানা ভয়ভীতি হুমকি প্রদর্শন করিয়া বলে উক্ত বিষয়ে বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে বাদী ও পরিবারের সদস্যদের খুন জখম করবে।

অতপর স্বাক্ষীগন আহত বাদীকে ১৫ জুন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করায়,যাহার রেজি নং ৩৮৭/৩৫ চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবো।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.