চাটখিলে ফ্রেন্ড’স ফরইভার সোশ্যাল হেল্প ক্লাবের ২০২০-২১ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন

1,174

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী চাটখিল উপজেলার উত্তর বদলকোটে ‘ফ্রেন্ড’স ফরইভার সোশ্যাল হেল্প ক্লাবে’র ২০২০-২১ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হলেন তাজুল ইসলাম আর সাধারণ সম্পাদক আল আমিন সাইফুল।

কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক অমিত হাসান লিওন, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন, অর্থ সম্পাদক শামসুল আলম রাকিব, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক আকাশ হোসেন, অনুষ্ঠান সম্পাদক ওমর ফারুক, সহ-অনুষ্ঠান সম্পাদক মোঃ হানিফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন।

উত্তর বদল কোট ফ্রেন্ড’স ফরইভার সোশ্যাল ক্লাব এর লক্ষ্য ও উদ্দেশ্য ও :

১/শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষ তরুণ সমাজকে সংগঠিত করবে।
২/ সমাজ ও মানুষের উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।
৩/ এলাকার দরিদ্র অশিক্ষিত ছেলে মেয়েদের কে চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
৪/ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।
৫/ বাল্যবিবাহ প্রতিহত করা এবং যৌতুক প্রথা বন্ধ করা।
৬/ মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যায় কে চিহ্নিত করার জন্য উৎসাহিত করা।
৭/ বিনামূল্যে রক্তদান কর্মসূচি
৮/ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং গুণীজন ও কৃতি সংবর্ধনা দেওয়া।
৯/ অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
১০/ ক্ষোভ ও আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া।
১১/ বৃক্ষরোপণে উৎসাহিত করা।
১২/ ধর্মীয় কাজে সহায়তা করা।
১৩/ বস্ত্রহীন কে বস্ত্র দান করা।

একটি সংগঠন পরিচালনা করার জন্য প্রয়োজন যোগ্য নেতা: যেমন হাসিখুশী ভাব, কথা বলার দক্ষতা, কর্মমুখরতা, সাহসিকতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, মহৎ স্বপ্ন, গণতান্ত্রিক মনোভাব, মাথাঠান্ডা রাখা, দূরদর্শীতা, সমস্যায় পড়লে সমস্যা সমাধানের অবিনায়ক হওয়া বিরতীহীনভাবে কাজ করা ইত্যাদি।

পরিশেষে বলা যায় একটি সামাজিক সংগঠনকে সফল করতে হলে নেতাদের নেতৃত্বগুণ, দক্ষতা, ধৈর্য্য, স্বেচ্ছাসেবী মানসিকতা, সহযোগিতা-পরায়ন, দলগত সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল মনোভাব, সর্বোপরি নৈতিক গুণাবলীর অধিকারী হতে হবে। সংগঠন হলো এক সুতোয় এক এক করে এক একটা ফুল দিয়ে গাঁথা মালার মতো।
তাই সকলের সহযোগিতায় উত্তর বদলকোট ফ্রেন্ড’স ফরইভার সোশ্যাল হেল্প ক্লাব আরো বহুদূর এগিয়ে যেতে চায়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.