চাটখিলে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন কামালপুর স্কুলের ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা

৫০টি অসহায় পরিবার এই সহায়তা পেলেন

275

কোভিড-১৯ এর ফলে সারাদেশে চলছে অর্থনৈতিক দৈন্য দশা। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। করোনার এমন পরিস্থিতে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালো কামালপুর মো. হাশেম উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে তারা বানসা, কামালপুর, শোল্লা, বাবুপুর, জষোড়া, রেজ্জাকপুর এবং নোয়াপাড়ার প্রায় অর্ধশত অসহায়-দুঃস্থ পরিবারকে খাবার দিয়ে সহায়তা করে।

জানতে চাইলে প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ব্যাচের বন্ধুরা সবাই নিজ-নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছি। যে যা পেরেছি তা দিয়ে সাহায্য করেছি। যারা অনুদান দিতে পারিনি তারা শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিয়েছি। এই সহায়তার মধ্যে ছিলো চাল, সয়াবিন তেল, লবন, মসুর ডাল, পিঁয়াজ এবং আলু। যে পরিমাণ দেয়া হয়েছে তা দিয়ে একটি পরিবার বেশ কয়েকদিন চলতে পারবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় পরিবারগুলোর মুখে একটু হলেও হাসি ফুটবে।’

অসহায় দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আলোকিত চাটখিল পত্রিকার কাছে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.