চট্টগ্রাম রেঞ্জে ৬ ক্যাটাগরীতে নোয়াখালী জেলা পুলিশের শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন

90

নোয়াখালীর নতুন পুলিশ সুপার আলমগীর হোসেন এর কর্মদক্ষতায় চট্টগ্রাম রেঞ্জে ৬ ক্যাটাগরীতে নোয়াখালী জেলা পুলিশ শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করে। ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে আগষ্ট মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গ্রেফতারী পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, চিহ্নিত তালিকাভূক্ত ও পেশাদার অপরাধী গ্রেফতার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ঠ ডিবি ইউনিট ক্যাটাগরিতে ডিবি নোয়াখালী, শ্রেষ্ঠ থানা ক্যাটাগরিতে সুধারাম মডেল থানা, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার ক্যাটাগরিতে ডিবি নোয়াখালীর এসআই মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ এসআই হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এসআই মোঃ আব্দুল জাহের, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এএসআই মোঃ মফিজুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে সুধারাম মডেল থানার এএসআই সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে জুলাই মাসেও চট্টগ্রাম রেঞ্জে ডিবি নোয়াখালী শ্রেষ্ঠ ডিবি ইউনিটের সম্মাননা স্মারক লাভ করে। এ নিয়ে ডিবি নোয়াখালী টানা ২য় বার শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করে।

রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন খাতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ পুরস্কার গ্রহন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেনস্ এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ ও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার। পুরষ্কার অর্জনকারীরা বলেন, নবাগত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন এর সুযোগ্য নেতৃত্ব এবং সার্বিক দিক নির্দেশনায় আমরা জেলা পুলিশ এমন সাফল্য অর্জন করি। কাজের এমন স্বীকৃতির ফলে আমাদের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.