কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সামাজিক দূরত্ব ভঙ্গ করে দোয়া মাহফিল

উপজেলায় সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে এমন অনুষ্ঠান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে

83

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী মো.ফয়সল আহমেদ ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের উপস্থিতিতে চলমান করোনা সংকটে শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মানুষের জনসমাগম করে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক দূরত্ব ভঙ্গ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে এ মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব ভঙ্গ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মুসল্লিদের দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়। কিন্তু ওই ঘটনার দুই দিন পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক দূরত্ব না মেনে ইফতার মাহফিলে শতাধিক মানুষের সাথে অংশ গ্রহণ করায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা কওে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইফতার মাহফিলে উপস্থিত একাধিক স্থানীয় সাংবাদিক জানান, ইফতার মাহফিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ছবি তোলার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদের ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইফতার মাহফিলে আমি অতিথি ছিলাম । আয়োজক ছিল বসুরহাট পৌরসভার মেয়ার আবদুল কাদের মির্জা। আপনারা তার সাথে কথা বলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.