উৎসবের আমেজে ২৩ প্রার্থীর মনোনয়ন জমা

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন

141

জমে উঠেছে চাটখিল উপজেলা প্রেস ক্লাবের ভোট উৎসব। রোববার ও সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন ২৩ জন প্রার্থী। এ দুদিন প্রার্থী ও ভোটার সাংবাদিকদের মিলনমেলায় দারুণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় আজিজ সুপার মার্কেটের উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে।

সভাপতি পদে মনোনয়ন জমা দেয়া সাংবাদিক মিজানুর রহমান বাবর বলেন, এমন উৎসবমুখর পরিবেশ ছিল প্রার্থীদের মধ্যে, যা দেখে অনেক ভাল লাগছে। তিনি ২৬ ডিসেম্বর নির্বাচনে সাংবাদিকরা ভোটের মাধ্যমে তাদের যৌগ্য নেতা নির্বাচন করবেন বলেও আশা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নেয়া সাংবাদিক কামরুল কানন জানালেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের এই নির্বাচনে বিনা ভোটে জেতার কোন সুযোগ নেই, কারণ প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী কোন পদে একাধিক প্রার্থী না থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের এক তৃতীয়াংশ ভোট পেয়ে জিততে হবে। নির্দিষ্ট ভোট না পেলে ওই পদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা না করে ওই পদে পূনঃ তফসিল ঘোষণা করে ভোট নেয়া হবে।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থী আলা উদ্দিন বলেন, প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং প্রচারণায় যে উৎসব শুরু হয়েছে তাতে এখনই বুঝা যাচ্ছে ২৬ তারিখের নির্বাচন কতটা উৎসবমুখর হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.