অভিযান শেষেও লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের পেটে ডিম

53

সদ্য ইলিশ ঘাটে নিলামে হাকডাকে ওঠা ইলিশ। চোখ রাখলে স্পষ্ট বুঝা যাবে, প্রতিটি ইলিশের পেটে এখনো ডিম রয়ে গেছে৷ বিশাল আকৃতির ডিমওয়ালা মা ইলিশ এখন অবাধে ধরা পড়ছে জেলেদের জালে। মা ইলিশ সুরক্ষার নিষেধাজ্ঞা পেরিয়ে দ্বিতীয় দিনের চিত্র এটি। গত ৯থেকে ৩০অক্টোবরে নদীতে যে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো, তাতে অধিকাংশ ইলিশ ডিম ছাড়েনি। ফলে, অভিযান শেষেও ধরা পড়া ইলিশের পেটে ডিম দেখে হতবাক হচ্ছেন, জেলে, ইলিশ ব্যবসার সাথে সম্পৃক্ত জনগোষ্ঠী, নদীপাড়ের মানুষরা। তারা বলছেন, যে সময়ে মা ইলিশ ডিম ছাড়বে, সে সময়ে অভিযান না দিয়ে তার অনেক আগ থেকেই এ অভিযান দেয়া হয়েছে। যার ফলে, অধিকাংশ ইলিশের পেটে এখনো ডিম রয়ে গেছে। এতে জেলে, ইলিশ ব্যবসায়ী এবং দেশের সর্বনাশ হয়েছে বলে দাবি করছেন নদীপাড়ের মানুষগুলো।

লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মেঘনাতীরের মাছঘাটে দীর্ঘদিন পর আড়তদারদের ইলিশ বিক্রির হাকডাক শোনা যাচ্ছিলো। কাছে গিয়ে ইলিশের পেটে ডিম দেখে হতাশই হতে হয়। কেননা, ঘাটে যে ইলিশগুলো চোখে পড়েছে তার শতকরা ৮০ভাগ ইলিশের পেটে এখনো ডিম আছে।

এ নিয়ে ইলিশ গবেষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন জেলে সম্প্রদায়ের মানুষগুলো। তারা বলছেন, অভিযান যদি ২৫অক্টোবর থেকে দেয়া হতো, তাহলে এখন আর ডিমওয়ালা মা ইলিশ ধরা পড়তো না। এজন্য কর্তৃপক্ষের কাছে দেশের ইলিশ সম্পদ রক্ষায় যথাযথ প্রদক্ষেপের দাবি জানিয়েছেন তারা

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.