১৬ ডিসেম্বর চাটখিল মাতাতে আসছেন সেরাকন্ঠ চ্যাম্পিয়ন তারেক
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর গানে গানে শ্রোতাদের মাতাতে চাটখিল আসছেন চ্যানেল আই সেরা কন্ঠের চ্যাম্পিয়ন কন্ঠতারকা তারেক চৌধুরী।
মহান বিজয় দিবস উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তারেক তার জাদুকরী কন্ঠে শ্রোতাদের মুগ্ধ করতে আসছেন বলে নিশ্চিত করেছেন বিজয় দিবস উদযাপন কমিটির কর্মকর্তা ও চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর।
চাটখিল উপজেলার হাটপুকুরিয়াতে তারেকের পৈত্রিক নিবাস হলেও তারা নোয়াখালী সদরে (মাঈজদীতে) স্থায়ীভাবে বসবাস করছে।অনন্য প্রতিভাধর কন্ঠশিল্পি তারেক চৌধুরী বলেন, চাটখিল আমার নিজের এলাকা। সারাদেশের যেখানেই গান গাইনা কেন সবখান থেকে চাটখিলে গান গাওয়ার অনুভুতি আমার ভিন্ন।
Comments are closed.