১৬ ডিসেম্বর চাটখিল মাতাতে আসছেন সেরাকন্ঠ চ্যাম্পিয়ন তারেক

214

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর গানে গানে শ্রোতাদের মাতাতে চাটখিল আসছেন চ্যানেল আই সেরা কন্ঠের চ্যাম্পিয়ন কন্ঠতারকা তারেক চৌধুরী।

মহান বিজয় দিবস উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তারেক তার জাদুকরী কন্ঠে শ্রোতাদের মুগ্ধ করতে আসছেন বলে নিশ্চিত করেছেন বিজয় দিবস উদযাপন কমিটির কর্মকর্তা ও চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর।

চাটখিল উপজেলার হাটপুকুরিয়াতে তারেকের পৈত্রিক নিবাস হলেও তারা নোয়াখালী সদরে (মাঈজদীতে) স্থায়ীভাবে বসবাস করছে।অনন্য প্রতিভাধর কন্ঠশিল্পি তারেক চৌধুরী বলেন, চাটখিল আমার নিজের এলাকা। সারাদেশের যেখানেই গান গাইনা কেন সবখান থেকে চাটখিলে গান গাওয়ার অনুভুতি আমার ভিন্ন।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.