সেনবাগে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

87

ছবির ক্যাপশন : মায়ের কোলে দুই বছরের শিশু রায়হান
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে ডাক্তারের ভুল চিকিৎসায় রায়হান নামে দুই বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ পরিবারের।

শিশুটির পরিবার জানায়, শিশুটি ঠান্ডাজনিত অসুস্থতায় শুক্রবার ছাতারপাইয়া বিসমিল্লাহ ফার্মেসিতে ডা. সোহেল সারওয়ারকে দেখান। শনিবার সকালে ঔষধের ১ম ডোজ খাওয়ানোর পর থেকে শিশুটির হাত-পা ঠান্ডা হয়ে দ্রুত অবস্থার অবনতি হয়। বিষয়টি ডাক্তারকে জানালে তিনি কোন সদুত্তর না দিয়ে ঔষধ চালিয়ে যেতে বলেন। অবস্থার আরো অবনতি হলে রবিবার মাইজদি প্রাইম হসপিটালে নিলে সোমবার সকালে রায়হান মারা যায়। প্রাইম হাসপাতাল ও সোনাইমুড়ী মেডিকেয়ার হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার শিশুটি মারা যাওয়া কথা জানান।

শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করে অভিযুক্ত ডাক্তার সোহেল সারওয়ারকে আইনের আওয়ায় এনে শাস্তির দাবি ভুক্তভুগি পরিবারের।

আরও পড়ুন

Comments are closed.