সেতুমন্ত্রীর রোগ মুক্তি কামনায় জাতীয় মসজিদে নোয়াখালীবাসির দোয়া ও মিলাদ মাহফিল
আওয়ামী লীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে আজ বাদ মাগরিব নোয়াখালী জেলা সমিতি ঢাকা, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ও ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ড. সামছুল হক, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম জাফর উল্যাহ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন, ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মেট্রো হোমস-এর চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম জামে মসজিদের পেশ ইমাম।