নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। শনিবার (প্রহেলা ডিসেম্বর) সকাল ১১টার সময় সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজার তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ফার্স্ট কালেকশন থেকে আটক করা হয় তাকে।
পরিবারের পক্ষ থেকে তার মেজ ছেলে দিদারুল আলম বলেন, তার বাবার বিরুদ্ধে কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা নেই। রাজনৈতিক উদ্যোশ্য প্রণোদিত ভাবে গ্রেফতার করা হয়েছে বলেও দাবী জানান দিদার।
এব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পরপর নোয়াখালী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীরের গ্রেফতারে নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তীব্র নিন্দা জানান,এছাড়াও সুবর্ণচর উপজেলা বিএনপি,ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা নিন্দা জানিয়ে তার মুক্তি দাবী করেছেন।
Comments are closed.