সাংবাদিক রিফাত মির্জার সহযোগিতায় দু’বোন ফিরে গেল গন্তব্যস্থলে

454
সাংবাদিক রিফাত মির্জার বুদ্ধিমত্তায় হারিয়ে যাওয়া দুই বোন ফিরে গেল নিজ গন্তব্যস্থলে।

ঘটনাটি ঘটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার নামক স্থানে,বৃহস্পতিবার(৮ নভেম্বর) গৃহকর্মীর কাজের সন্ধানে সোনাপুর চরবসু থেকে সাথি(১৩) ও পলি(১৪) নামের দুই বোন তার এক খালার সাথে মোবাইলে কথা বলে বাড়ি থেকে বের হয়।

নোয়াখালীর চৌমুহনীতে এসে খালার দেয়া নাম্বারে ফোন করতে গিয়ে দেখে নাম্বারটি তারা হারিয়ে পেলেছে,খালার বাড়ি না চিনতে পেরে রাস্তায় গোরাগোরি করতে থাকে,তখন বাজে রাত ১০টা,তারা এক অটোরিক্সার ড্রাইভার কে তাদের সমস্যার কথা জানালে সেই চালক রাতে তার বাড়িতে থাকার কথা বলে তপাদার বাজার নামক স্থানে নিয়ে যায়,পুরো ব্যাপারটা কেমন গোলাটে হওয়ায় সাংবাদিক রিফাত মির্জা অটোরিক্সা থামিয়ে দুই বোন কে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

 

তাদের খালার নাম সালমা এই ছাড়া কোথায় থেকে এসেছে কোথায় যাবে তারা সঠিক কোন তথ্য দিতে না পারায় বিপাকে পড়ে ঐ সাংবাদিক,বিভিন্ন যায়গায় দীর্ঘ ৩ ঘণ্টা যোগাযোগ করে তার খালাকে বের করা সম্ভব হয়।

পরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লাকে ঘটনাটি অবহিত করলে টিএসআই জসিম ও এ এসআই সালাউদ্দীন সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছায়,পরে সাথি ও পলি নামের দুই বোন কে নিয়ে চৌমুহনীতে তার খালা সালমার হাতে তাদের বুঝিয়ে দেয়া হয়।

আরও পড়ুন

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Comments are closed.