সাংবাদিক রিফাত মির্জার সহযোগিতায় দু’বোন ফিরে গেল গন্তব্যস্থলে

510
সাংবাদিক রিফাত মির্জার বুদ্ধিমত্তায় হারিয়ে যাওয়া দুই বোন ফিরে গেল নিজ গন্তব্যস্থলে।

ঘটনাটি ঘটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার নামক স্থানে,বৃহস্পতিবার(৮ নভেম্বর) গৃহকর্মীর কাজের সন্ধানে সোনাপুর চরবসু থেকে সাথি(১৩) ও পলি(১৪) নামের দুই বোন তার এক খালার সাথে মোবাইলে কথা বলে বাড়ি থেকে বের হয়।

নোয়াখালীর চৌমুহনীতে এসে খালার দেয়া নাম্বারে ফোন করতে গিয়ে দেখে নাম্বারটি তারা হারিয়ে পেলেছে,খালার বাড়ি না চিনতে পেরে রাস্তায় গোরাগোরি করতে থাকে,তখন বাজে রাত ১০টা,তারা এক অটোরিক্সার ড্রাইভার কে তাদের সমস্যার কথা জানালে সেই চালক রাতে তার বাড়িতে থাকার কথা বলে তপাদার বাজার নামক স্থানে নিয়ে যায়,পুরো ব্যাপারটা কেমন গোলাটে হওয়ায় সাংবাদিক রিফাত মির্জা অটোরিক্সা থামিয়ে দুই বোন কে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

 

তাদের খালার নাম সালমা এই ছাড়া কোথায় থেকে এসেছে কোথায় যাবে তারা সঠিক কোন তথ্য দিতে না পারায় বিপাকে পড়ে ঐ সাংবাদিক,বিভিন্ন যায়গায় দীর্ঘ ৩ ঘণ্টা যোগাযোগ করে তার খালাকে বের করা সম্ভব হয়।

পরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লাকে ঘটনাটি অবহিত করলে টিএসআই জসিম ও এ এসআই সালাউদ্দীন সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছায়,পরে সাথি ও পলি নামের দুই বোন কে নিয়ে চৌমুহনীতে তার খালা সালমার হাতে তাদের বুঝিয়ে দেয়া হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.