সনাতন ধর্মাবলম্বীদের সাথে একরামের মতবিনিময় সভা

202

নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী একরামূল করিম চৌধুরী সুবর্ণচরের সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার বিকালে পূর্ব চরবাটা ইউপির হাজীপুরের ঘোষ বাড়িতে এ মতবিনিময় সভা হয়।

সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা বি.কম খিতিশের সভাপতিত্বে নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, স্থানীয় ইউপি সদস্য নটোবর দাস, লিটন চন্দ্র দাস।

মতবিনিময় সভায় একরামূল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই আপনাদের কল্যাণে নানামূখী কর্মকানণ্ড সম্পন্ন করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নোয়াখালীসহ সারা দেশে যে উন্নয়ন করেছেন তা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন। পুনরায় ক্ষমতায় আসলে অসম্প্রদায়িক চেতনায় আপনাদের পাশে থাকবো।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.