শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে বৃদ্ধনিবাস এবং ফ্রি ডক্টরস্ চেম্বার

চাটখিলে ডা. মন্টি’র উদ্যোগে

289

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি’র স্বপ্রণোদিত উদ্যোগে তার পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে ডা. সুলতান মাহমুদ ভবনে বৃদ্ধনিবাস এবং ফ্রি ডক্টরস্ চেম্বারের কার্যক্রম শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন। ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ ও ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস্ চেম্বার’ নামক প্রতিষ্ঠানদ্বয়ের মাধ্যমে হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে থাকা, খাওয়াসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, যাতে করে জেলার প্রান্তিক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। আগামী এপ্রিল মাস থেকে অত্র প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস্ চেম্বার’-এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে পরামর্শ প্রদান করা হবে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য যে, ডা. রুবাইয়াত ইসলাম মন্টি’র প্রয়াত দাদার নামে প্রতিষ্ঠিত ‘ডা. সুলতান মাহমুদ কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে প্রান্তিক সুবিধাবঞ্চিত ও হত-দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
বর্তমানে এই প্রতিষ্ঠান দুটি অতীতের ধারাবাহিকাতায় তাদের সম্পূর্ণ মানবিক ও সামাজিক দায়বদ্ধ কার্যক্রম চালিয়ে যাবে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.