শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ

80

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে সকালে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে একাডেমিক ভবনের সামনে প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা।
অসদাচরণের অভিযোগে, গত ৫ মার্চ সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। পরদিন তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কথা বলতে গেলে মুশফিকুর রহমান শিক্ষার্থীদের সাথে খারাপ করেন। এর প্রতিবাদে গত দু’দিন ধরে প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
নোবিপ্রবি’র প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্ররা আমাকে বললো সাতজনের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আমি বললাম, বহিস্কারাদেশ প্রত্যাহারের এখতিয়ার আমার নেই, এর জন্য প্রশাসনের সঙ্গে আলাপ করতে হবে। এরপর তারা বললো, তাদের অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে। আমি বললাম, তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তুমি তাদেরকে বলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেওয়ার জন্য।’

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.