লক্ষ্মীপুরে পাঁচ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0 68

লক্ষ্মীপুরের কমলনগরের মুন্সিরহাটে অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে এ অগ্নিকান্ডের খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আবদুল কাদেরের লেপ-তোষকের দোকান, আবদুল হকের হার্ডওয়ার দোকান, বেলালের মুদি, মমিনের কনফেকশনারী ও আবদুর রহিমের গ্যারেজ পুড়ে যায়। এসব ব্যবসায়ীরা স্থানীয় আবদুর রব ও শাহজাহানের দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।
অগ্নিকান্ডে মালামালসহ পাঁচটি দোকানঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মুন্সি। তবে অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।