লক্ষ্মীপুরে পাঁচ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
লক্ষ্মীপুরের কমলনগরের মুন্সিরহাটে অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে এ অগ্নিকান্ডের খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আবদুল কাদেরের লেপ-তোষকের দোকান, আবদুল হকের হার্ডওয়ার দোকান, বেলালের মুদি, মমিনের কনফেকশনারী ও আবদুর রহিমের গ্যারেজ পুড়ে যায়। এসব ব্যবসায়ীরা স্থানীয় আবদুর রব ও শাহজাহানের দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।
অগ্নিকান্ডে মালামালসহ পাঁচটি দোকানঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মুন্সি। তবে অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি তিনি।