লক্ষ্মীপুরে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা
সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও ধর্মঘট পালন করছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার সকাল ৬টা থেকে বাস, ট্রাক, পিকআপভ্যান ও লেগুনা বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে সকালে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার সব ধরনের বাস বন্ধ রাখা হয়েছে। খোলা হয়নি কোনো বাস কাউন্টার। বাস না পেয়ে অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।
এ ছাড়া শহরের দক্ষিণ তেমুহনী, উত্তর তেমুহনী ও ঝুমুর সিনেমা হল এলাকায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ রুটেও বাস-ট্রাক চলাচল করতে দেখা যায়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অন্যদিকে বাস, মালবাহী ট্রাক ও পিকআপভ্যান চলাচল বন্ধ করতে শহরের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা অবস্থান করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোথাও দেখা যায়নি।
বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের স্বার্থরক্ষার জন্যই এ আন্দোলন করছি।
লক্ষ্মীপুর জেলা (দক্ষিণ) বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনার মামলা জামিনযোগ্য করতে হবে। চালকরা ৫ লাখ টাকা জরিমানা দিতে পারবে না। ৮ম শ্রেণি নয় চালকদের লাইসেন্সের জন্য ৫ম শ্রেণি পাসের আইন করতে হবে। এগুলোসহ ৮টি দাবি আদায়ে ধর্মঘট পালন করা হচ্ছে।
প্রসঙ্গত সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন-২০১৮। এতে দুর্ঘটনাকবলিত যানবাহনের চালক জামিন পাবেন না বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে চালক অপরাধী হিসেবে প্রমাণিত হলে ৩০২ ধারায় ফাঁসির বিধান রাখা হয়।
Comments are closed.