আগামী ৭ এপ্রিল মোশারফ হোসেন নিপুর স্মরণে মিলাদ-মাহফিল ও আলোচনা অনুষ্ঠান
‘চাটখিল পাঁচগাঁও সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’-এর সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন নিপুর স্মরণে সংগঠনের উদ্যোগে আগামী ৭ এপ্রিল শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক মিলাদ-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় চাটখিল কলেজের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সর্দারে আলম সুলীন। এখানে উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর মোশারফ হোসেন নিপু হার্টএ্যাটাক করে অসময়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
Comments are closed.