ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন, হাইকোর্টে রিট

260

ভাসানচর দ্বীপে (পুরানো নাম-ঠ্যাংগার চরে) রোহিঙ্গাদের পুনর্বাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। হাইকোর্টের আপিল ডিভিশনের বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে জনস্বার্থে রিট পিটিশনটি দাখিল করেন মনিরুল হুদা বাবন। রিটকারীর পক্ষে আদালতে লড়বেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন লালটু। মামলা নাম্বার ৭০৯৮।

রিট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাবেক নেমস্থি ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হয়ে যায় তিন দশক আগে। সাগর থেকে জেগে উঠার পরে এর নাম দেওয়া হয় ঠ্যাংগারচর যা বর্তমান নাম ভাসানচর। চরটি বসবাস উপযোগী হয়ে উঠার পরে এর মালিকানা ফিরে পেতে গত বছর সরকারের কাছে স্যাটেলাইট ভূমি জরিপের দাবি জানায় `সন্দ্বীপ সীমানা রক্ষা কমিটি`। পরবর্তী সময়ে সরকার নোয়াখালি জেলার অন্তর্ভূক্ত করে এই চরের নাম দেয় ভাসানচর। এর পরে সেখানে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি উঠে আসে।

আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক আইনকে অমান্য করে বিরোধপূর্ণ অঞ্চল- উপকূল সন্দ্বীপে রোহিঙ্গাদের পুনর্বাসন কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে জনস্বার্থে আদালতে এই রিটটি দায়ের করা হয়। রিটটির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট (স্বরাষ্ট্র -পররাষ্ট্র) মন্ত্রণালয়য়ের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মামলার বাদী মনিরুল হুদা বাবন একুশে টেলিভিশন অনলাইন বলেন, রোহিঙ্গাদের সন্দ্বীপের উপকূলে পুনর্বাসন করা হলে, সাড়ে চার লাখ সন্দ্বীপবাসীর জীবন হুমকির মুখে পড়বে। রোহিঙ্গাদের পুনর্বাসনের ফলে মাদক, জঙ্গিবাদ এবং উগ্রপন্থী সন্ত্রাসবাদের উত্থান ঘটবে যা দেশের ৫ কোটি উপকূলবাসীর জীবনকে অনিরাপদ করে তুলবে। তাই ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানাচ্ছি। একই সাথে রোহিঙ্গা পুনর্বাসনে স্থগিতাদেশ দেওয়ার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আগামী রোববারে এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.