বিএনপি নেতা সপু ও সাইফুল গ্রেফতার, মির্জা ফখরুলের উদ্বেগ

202

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর রমনা এলাকার একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাদের গ্রেফতার করে ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোন।

জোনের এসি আতিকুল ইসলাম বলেন, সপুর বিরুদ্ধে মতিঝিল থানায় ৫০টি, পল্টন থানায় ১৭টিসহ রাজধানী বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ শ্রীনগর থানার ২৬টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। তাদেরকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে যুবদল গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাটকে সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ করেছে বিএনপি। তার কোন সন্ধান মেলেনি।

আর কারাবন্দি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের বাসায় দফায় দফায় পুলিশের হানা দিয়েছে বলে তার স্ত্রী ডলি হাসান জানিয়েছেন।

মীর সরফত আলী সপু, সাইফুল ইসলাম পটুর গ্রেফতার এবং জসিম উদ্দিন বাট নিখোঁজ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করতে বর্তমান শাসকগোষ্ঠী বেপরোয়া গতিতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের আটকের পর অস্বীকার করে যাচ্ছে। এই অস্বীকারের উদ্দেশ্যই হলো ৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রাক্কালে জনমনে ব্যাপক ত্রাস সৃষ্টি করা। সরকারের ভয়াবহ দু:শাসনে জর্জরিত মানুষ এবং বিরোধী নেতাকর্মীরা যাতে নির্বাচন বিমুখ হয়ে ভোটকেন্দ্রে যেতে সাহস না করে সেজন্যই এই নিষ্ঠুরতার পথ অনুসরণ করা হয়েছে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.