ফেনীতে রড দিয়ে পিটিয়ে শিশু শ্রমিককে নির্যাতন, গ্যারেজ মালিক আটক

0 78

ফেনীর সোনাগাজী উপজেলার গ্যারেজ মালিক রফিকুল ইসলাম তানভীর (১২) নামে এক শিশু শ্রমিককে বেঁধে ও ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করে। সোমবার ( ২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত করিম গ্যারেজের সামনে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে পুলিশ ওই গ্যারেজ মালিককে আটক করে।
সূত্র জানায়, সোনাগাজী উপজেলা পরিষদের সামনে করিম মিয়ার গ্যারেজে দীর্ঘদিন ধরে কাজ করতো সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের রবিউল হক ও আজমিরি বেগমের ছেলে তানভীর। সেখানে কারণে-অকারণে গ্যারেজ মালিক করিম মিয়া শিশুটিকে মারধর করতো। মালিকের নির্যাতন সহ্য না করতে পেরে শিশুটি বাড়িতে পালিয়ে যায়। শিশুর অভাবী মা শিশুটিকে আবার বুঝিয়ে-শুনিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যারেজ মালিকের কাছে রেখে যায়। এর পরপরই শিশুটির উপর ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক শিশুটিকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। শিশুটির আত্মচিৎকারে আশেপাশে লোক ছুটে আসলেও কেউ মালিকের ভয়ে ছেলেটিকে উদ্ধার করতে পারেনি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় ও দোকান মালিককে আটক করে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।