পিএসজিতে ‘গোট’ লেখা জার্সি গায়ে খেলবেন মেসি

252

ফুটবলে ‘গোট’ বিশেষণটি খুব পরিচিত। এটি তৈরি হয়েছে গ্রেটেস্ট অব অল টাইম’ (Greatest of all time)-এর আদ্যাক্ষরগুলো দিয়ে।

মূলত ফুটবলের সর্বকালের সেরাকে বোঝাতে ব্যবহৃত হয় এটি। আর সাম্প্রতিক সময়ে এই বিশেষণটি একপ্রকার নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
নতুন খবর হচ্ছে, এখন থেকে ‘গোট’ লেখা থাকবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সিতে। শুধু মেসি একা কেন, পুরো পিএসজি দলটিই খেলবে এই বিশেষণ লেখা জার্সি পরে।

২০২২/২৩ মৌসুমের জন্য প্যারিসিয়ানরা নতুন জার্সি উন্মোচন করেছে। সেই জার্সিতেই নিয়মিত স্পন্সর কাতার এয়ারওয়েজের পাশাপাশি প্রথমবারের মতো ‘গোট’-এর লোগো থাকবে। বৃহস্পতিবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। তারা নতুন জার্সি গায়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের ভিডিও পোস্ট করেছে।

এই ‘গোট’ অবশ্য ভিন্ন। নতুন প্রজন্মের অনলাইন লাইফস্টাইল প্ল্যাটফর্ম রয়েছে এই নামে। এই প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছে পিএসজি। আগামী মৌসুম থেকে মেসি-এমবাপ্পেদের জার্সির হাতায় লেখা থাকবে ‘গোট’। এছাড়া অনুশীলন ও গা গরমের জার্সিতেও লেখা থাকবে শব্দটি। ডোরাকাটা জার্সিটির রং গাঢ়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.