পল্লী বিদ্যুতের খাম-খেয়ালীতে জান দিতে হলো বাবা ছেলেকে

0 108

সোহরাব (১২) সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে ভর্তি হয়েছে। দুপুরে মায়ের সাথে বাড়ীতে কাজ করে বিকেলে বাবার সাথে পানির মেশিন নিয়ে কাজে যায় সোহরাব। যাওয়ার সময় মাকে বলে গেছে তাকে ৫টাকা দিতে হবে, একটা মাছ রান্না করতে কাজ থেকে রাতে ফিরে এসে খাবে। কিন্তু ৫টাকা আর মায়ের হাতের রান্না করা মাছ আর খাওয়া হলোনা সোহরাবের। তিন ভাই বোনের মধ্যে সোহরাব সবার ছোট ছিল, শান্ত ভদ্র সকল ধরনের গুণ ছিল তার মধ্যে, অসুস্থ বাবাকে সবসময় কাজে সাহায্য করতো সোহরাব।

পল্লী বিদ্যুৎ কর্মীদের খামখেয়ালি কাজের বলি হলো সোহরাব ও তার বাবা সালা উদ্দিন। অকালে ঝরে গেল দু’টি তাজা প্রাণ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।