নোয়াখালী পাসপোর্ট অফিসে দালাল চক্র গ্রেফতার, ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

285

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালট। একই সঙ্গে ৫ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ৫১টি পাসপোর্ট জব্দ করা হয়,

সোমবার দুপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসলেহ উদ্দিন(৪০),সাহাব উদ্দিন(৩১),কামাল উদ্দিন(৪০),মোঃ রাসেল(৩৮),আব্দুল হালিম পলাশ (২৩),আসাদুজ্জামান রুবেল(৩২),নাজমুল হোসেন (২৭)।

এদের মধ্যে মোসলেহ উদ্দিনকে তিন মাস, সাহাব উদ্দিনকে ১৭ দিন, কামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন, মোঃ রাসেলকে ১মাস ৫দিন, আব্দুল হালিম পলাশকে ১০দিন, আসাদুজ্জামান রুবেলকে ১২দিন ও নাজমুল হোসেনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৫ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা তাদের দোষ স্বীকার করলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন থেকে সাধারণ গ্রাহকরা দালালদের হাতে হয়রানি হয়ে আসছে। এ ব্যাপারে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: নুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ জাতীয় ঘটনায় অফিস কর্মচারী অথবা দালাল যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.