নোয়াখালী জেলা পরিষদ সদস্য এমরুল চৌধুরী রাসেলের দ্বায়িত্বভার গ্রহণ
নোয়াখালী জেলা পরিষদ এর নব নির্বাচিত সদস্য এ কে এম এমরুল চৌধুরী রাসেল গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। তাকে ফুল দিয়ে বরণ করে নেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ। উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ এর ২নং ওয়ার্ডে সদস্য (পুরুষ) পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৯৪ জন। এই নির্বাচনে মোট ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে রাসেল ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। গত ৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মন্ত্রণালয়ে তার কক্ষে এমরুল চৌধুরী রাসেলকে শপথ বাক্য পাঠ করান। তিনি তার এই বিজয়ের জন্য চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম-র প্রতি কৃতজ্ঞতা জনান।
Comments are closed.