নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

243

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক উঠান বেঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৈয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীÑ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সদস্য ভিপি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভিপি বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ইকবাল করিম তারেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিরণ অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাস্টার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল, যুবলীগের আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদ, এসএম তৌহিদ হাজারী, ইয়াসিন ভূইয়া, নিজাম উদ্দিন নান্নু, রুবেল, সড়ক পরিবহন লীগ সভাপতি ছায়দুল হক, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবলীগ নেতা মোতাহের হোসেন রনি।
আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সহসভাপতি জহিরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার মো.মহসিন, আবুল কাশেম প্রমুখ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.