নোয়াখালীর পুত্রবধূ মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

242

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যিনি দায়িত্ব পালন করেছেন তিনি নোয়াখালীর পুত্রবধূ। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দনিয়া মামুন গাইয়ুম। দনিয়া মামুন গাইয়ুমের বিয়ে হয়েছিল নোয়াখালীর ছেলে ব্যারিস্টার শোয়াইবের সঙ্গে।

শোয়াইবের বাবার নাম মাওলানা আব্দুর রহিম। তিনি ইংল্যান্ডের বামিংহাম মসজিদের গ্র্যান্ড ইমাম ছিলেন। মরহুম মাওলানা আব্দুর রহিমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর গ্রামে।

শোয়াইবের সঙ্গে দনিয়া গাইয়ুমের পরিচয় হয় লন্ডনে। তারা দুজন একসঙ্গে পড়াশুনা করেছেন সেখানে। সেই পরিচয় থেকে পরে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.