নোয়াখালীর পুত্রবধূ মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যিনি দায়িত্ব পালন করেছেন তিনি নোয়াখালীর পুত্রবধূ। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দনিয়া মামুন গাইয়ুম। দনিয়া মামুন গাইয়ুমের বিয়ে হয়েছিল নোয়াখালীর ছেলে ব্যারিস্টার শোয়াইবের সঙ্গে।
শোয়াইবের বাবার নাম মাওলানা আব্দুর রহিম। তিনি ইংল্যান্ডের বামিংহাম মসজিদের গ্র্যান্ড ইমাম ছিলেন। মরহুম মাওলানা আব্দুর রহিমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর গ্রামে।
শোয়াইবের সঙ্গে দনিয়া গাইয়ুমের পরিচয় হয় লন্ডনে। তারা দুজন একসঙ্গে পড়াশুনা করেছেন সেখানে। সেই পরিচয় থেকে পরে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।
Comments are closed.