নোয়াখালীতে বিএনপির নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা
নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর নারী-পুরুষ নের্তৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক প্রচারাভিযান ও ভোটার সংযোগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে সোমবার দুপুরে নাইস গেস্ট হাউজের সভাকক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের প্রধান সমন্বয়ক আবুল বাসারের উপস্থিতিতে প্রশিক্ষণ প্রদান করেন ডিআই’র সাবেক ফেলো ইফরানুল হাসান রকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন ডিআই’র সাবেক ফেলো ও নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মজিবুল হক রনি।
Comments are closed.