তরুণ ব্যবসায়ীর গলা কেটে মুমূর্ষূ অবস্থায় ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা
নোয়াখালীর সদরের ৩ নং নোয়ান্নই ইউনিয়নে মিজানুর রহমান মিশু নামের এক তরুণ ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে মুমূর্ষূ অবস্থায় ফেলে পালিয়ে গেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে নোয়াখালীর সদরের ৩ নং নোয়ান্নই ইউনিয়ন ও কাদির হানিফ-এর বর্ডার গোপিনাথপুর রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রহমানিয়া মোড়ের আরিফ ড্রাইভারের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
২৭ বছর বয়সী এই তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় মাদ্রাসা সংলগ্ন ক্ষেতের ধানি জমির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। এতে গলার দুই-তৃতীয়াংশ কেটে যায়। জানা যায়, সোমবার রাত সাতটা থেকে আটটার মধ্যে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা তাকে ফোন করে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তিনি নোয়াখালী সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আবুল হাসেম ওরফে পাগলা হাসেমের ছেলে।
Comments are closed.