ডা. মন্টির উদ্যোগে নোয়াখালী জেলায় প্রথম বৃদ্ধনিবাসের উদ্বোধন আগামী ২০ জুলাই

335

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বারে’র কার্যক্রম আগামী ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা সমাজসেবা অফিসের অনুমতিক্রমে চাটখিল উপজেলা নির্বাহী অফিস থেকে ‘বৃদ্ধনিবাস ও ফ্রি ডক্টরস চেম্বারে’র কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন প্রধান করা হয়। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টির ব্যক্তিগত উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও অসহায় প্রবীণ ব্যক্তিদের স্থায়ী আবাসনের জন্য বৃদ্ধনিবাস প্রতিষ্ঠার মহতি উদ্যোগে তিনি এগিয়ে আসেন। আগামী ২০ জুলাই তার প্রয়াত বাবা ডা. সিরাজুল ইসলামের নামে ‘বৃদ্ধনিবাস ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’ এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে।
উপজেলার বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি তাঁর পৈত্রিক নিবাস চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে এই ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’ এর কার্যক্রম শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. রুবাইয়াত ইসলাম মন্টির স্ব উদ্যোগে ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ও ডা. সিরাজুল ইসলাম ‘ফ্রি ডক্টরস চেম্বার’নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে থাকা, খাওয়াসহ বিনামূল্যে চিকিৎসা প্রধান করা হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার মত মৌলিক চাহিদা পূরণ হবে।
আগামী ২০ জুলাই-২০১৮ থেকে অত্র প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি। তিনি বলেন, এই অঞ্চলে সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসহায় প্রবীণ বৃদ্ধদের জন্য তেমন কোন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই, তাই আমি মনে করি এই বৃদ্ধনিবাস ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’এর মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, দরিদ্র ও অসহায় প্রবীণ ব্যক্তিদের বৃদ্ধনিবাসে ফ্রি চিকিৎসার মাধ্যমে সব ধরণের মানবিক সহায়তা প্রধান করা হবে।
নোয়াখালী জেলায় এই প্রথম কোন প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’এর কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন। গরীব অসহায় প্রবীণদের কল্যাণে এই ধরণের উদ্যোগ সর্বপ্রথম ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি শুরু করেছেন। অবশ্য অনেক আগ থেকেই এই ট্রাষ্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠিত ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’ প্রতিষ্ঠার মাধ্যমে পুরো এলাকায় মানবিক কার্যক্রম আরো জোরদার হবে বলে মনে করেন ট্রাষ্টের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.