চৌমুহনী-মাইজদী সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় মাকসুদা আক্তার মুক্তা (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদা আক্তার মুক্তা জেলার সদর উপজেলার সোনাপুরের কাঠপট্টি এলাকার আমিনুল হক মন্নানের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে মাইজদী থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাকসুদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মাকসুদা আক্তার মুক্তার পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, মুক্তা মানসিক রোগী ছিলেন। তিনি প্রায় বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতের। গত বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বের হন।