‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ শ্যুটিং শেষ পর্যায়ে
শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শেষ লটের শ্যুটিং শুরু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তরার একটি শুটিং বাড়িতে চলছে এ ছবির শুটিং। এতে অংশ নিয়েছেন ওমর সানি, মৌসুমি, বড়দা মিঠু।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে এফডিসির নয় নম্বর ফ্লোরে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও বুবলী।
‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। প্রযোজনা করছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন হাউজ।
দুই অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। গেল বছরের অক্টোবর মাসে এই ছবি শুটিং শুরু হয়েছিল। ইতোমধ্যেই গানের শুটিং শেষ হয়েছে। এখন শুধু বাকি পোস্ট প্রডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে ২৩ মার্চ মুক্তি দেয়া হবে ছবিটি।
Comments are closed.