চাটখিলে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের রাস্তার বেহাল দশা
সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান সমীপে
যেন দেখার কেউ নেই!
চাটখিলে ৭নং হাটপুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন ৮নং ওয়ার্ড’র দুটো রাস্তা অনেকদিন থেকে বেহাল দশা। এই দুটি রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। ৫টি মসজিদের মুসুল্লিগণ, ৩টা প্রাথমিক বিদ্যালয় ও একটা হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের রাস্তা কেবল এটাই। তাছাড়া বিভিন্ন যানবাহন রিকশা, ভ্যানগাড়ি ও আটোরিক্সা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগলেও বিশেষ করে এই এলাকায় উন্নয়নের সুফল এখনো জনগণ সেভাবে পায়নি। এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই যেনো! এই দুটি রাস্তার জন্য অহরহ ঘটেছে দুর্ঘটনা।
এইনিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও তেমন কোন সাড়া মেলেনি। দিন যায়, মাস যায় এমনকি বছরও যায়, কিন্তু এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়না।
আশাকরি জরুরিভাবে পাটোয়ারি বাড়ি থেকে ঠাকুর দিঘির পাড় রোড ও জমদার বাড়ির সামনে থেকে মুক্তিযোদ্ধা আবদুল মালেক বাড়ির সামনে পর্যন্ত, এই দুটি রাস্তার বেহাল দশা কাটাতে মননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান দ্রুত এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা এলাকাবাসীর।
রিপোর্টটি তৈরি করতে সহযোগিতা করেছেন: ফয়েজ আহমেদ