চাটখিলে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ

0 85

নোয়াখালীর চাটখিলে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। গত ২৬ আগস্ট রোববার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে এই উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার বই বিতরণ করেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুনের সভাপতিত্বে ও সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট মিজানুর রহমান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ নেতা ভিপি নিজাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভাতা ভোগিদের জন্য খাবারের ব্যবস্থা করেন উপজেলা চেয়ারম্যান ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি জাহাঙ্গীর কবির।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।