চাটখিলে পৌর বিএনপি নেতা বিকে হানিফ গ্রেফতার

0 128

চাটখিলে বিএনপির এক নেতাকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া নেতার নাম বিকে হানিফ। বিকে হানিফকে চাটখিল বাজারের প্রধান সড়ক থেকে গ্রেফতার করা হযেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি চাটখিল পৌরসভা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ।
তিনি বিকে হানিফের গ্রেফতারের বিষয়ে বলেন, তার বিরুদ্ধে থাকা একমাত্র মামলায় তিনি জামিনে রয়েছেন তারপরও তাকে গ্রেফতার করা রহস্যজনক। তিনি তার মুক্তি দাবি করেন।
অপরদিকে পৌর বিএনপির একটি সূত্র দাবি করেছে রোববার সকালে চাটখিল কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়ন কেনার কথা ছিল বিকে হানিফের। তার আগের দিনে তাকে গ্রেফতার করা রহস্যজনক।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।