চাটখিলে ডিবির হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রাম থেকে ৭৫ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নোয়াখালী জেলা ডিবি পুলিশের একটি টিম। বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি আবুল খায়ের।
আটককৃতরা হলো সিংবাহুড়া গ্রামের মীর হোসেনের ছেলে মো: ফিরোজ (২৮) ও একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (৪০)।
ডিবি পুলিশ দাবী করেছে, আটককৃত দুজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।