চাটখিলের অজ্ঞাত লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে
গত ৩ দিন আগে অজ্ঞাত রোগী হিসেবে চট্রগ্রাম মেডিকেলে ভর্তি হয়ে মৃত্যুবরণ করেন চাটখিলের শওকত নামের লোকটি। অজ্ঞাত লোকটি মৃত্যুর পূর্বে গ্রামের বাড়ি চাটখিল, নোয়াখালী বলেই মৃত্যুবরণ করেন। আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা যায়, চট্রগ্রামের আগ্রাবাদে সে ভাড়া থাকতো এবং টাইলসের কাজ করে জীবিকা নির্বাহ করতো। যদি কোন ব্যক্তি চিনে থাকেন তাহলে আলোকিত চাটখিল পত্রিকার নাম্বার যোগযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার হলো ০১৭১১১৪০২৬৫। এছাড়া চমেক ওয়ার্ড মাস্টার কামরুল ইসলামের ০১৮২৪৮৬০৮২০ নাম্বারেও যোগাযোগ করতে পারেন।