চলমান প্রকল্পে অর্থ অনুমোদনে অনুমতি লাগবে না ইসির

176

সরকারের অনুমোদিত চলমান প্রকল্পে অর্থ ছাড় করতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন লাগবে না। সাংবিধানিক সংস্থাটি থেকে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিবকে পত্র দিয়ে জানিয়ে দিয়েছে।

উল্লেখিত পত্রে, রাজনৈতিক দল ও আচরণ বিধিমালার ৩ক ধারা ব্যবহার করে বলা হয়েছে, নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্থর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি দপ্তর থেকে ইসির কাছে চলমান প্রকল্পের অর্থ ছাড় করার অনুমোদন চেয়ে চিঠি দেয়া হয়। ওই চিঠির প্রেক্ষিতে নির্বাচনের সার্বিক তত্বাবধায়ক ফিরতি চিঠিতে তাদের অনাপত্তির কথা জানিয়ে দিয়েছে।
এরআগে নভেম্বরের মাঝামাঝি চিঠি দিয়ে প্রকল্পে অর্থ ছাড় না করার জন্য বলা হয়েছিল। বৃহস্পতিবার নতুন চিঠিতে আগের ব্যাখ্যায় বলা হয়েছে, উল্লেখিত নির্দেশনা অনুমোদিত বা চলমান প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা ও দৈনন্দিন কার্যক্রম সাবলিলভাবে সম্পাদনে কোনো বাঁধা নয়।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোাষণার আগে অনুমোদিত ও চলমান প্রকল্পসমূহের অর্থ অবমুক্ত, অর্থছাড় ও বিল পরিশোধ, অনুমোদিত প্রকল্পের প্রশাসনিক আদেশ জারি, চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, প্রকল্পের খাত পরিবর্তন (রাজস্ব-মূলধন) এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ বা সম্পাদন অথবা আচরণ বিধি প্রতিপ্রতিপালনপূর্বক চলমান প্রকল্পের দৈনন্দিন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন নেই।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.